কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করতে খতমে নবুওয়তের টিম গঠন
ঈদের পর দাওয়াতি মিশন- নিজস্ব প্রতিবেদক
- ১১ এপ্রিল ২০২২, ১৮:১২
কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করতে টিম গঠন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী এ টিমের নেতৃত্বে দেবেন। ঈদুল ফিতরের পর এ টিম দাওয়াতি মিশনে বের হবে।
রোববার খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের খাস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সা:-কে শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের মুসলমানদের ঈমান আক্বিদা ধ্বংসের অপতৎপরতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংগঠনটির মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, কাদিয়ানীরা মুসলিম নামধারী কাফের। এরা অমুসলিম হয়েও ‘আহমদিয়া মুসলিম জামাত’ নাম ধারণ করে বাংলাদেশের সরল-সহজ মুসলমানদের ঈমান ধ্বংস করছে। তারা মুসলিম পরিচয়ে এ দেশে বসবাস করায় সাধারণ মুসলমান বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলী মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে। মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুসারী কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবেও দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের অপরিহার্য দাবি ও ঈমানী দায়িত্ব। এ ক্ষেত্রে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, যেসব এলাকায় কাদিয়ানীদের অপতৎপরতা বেড়েছে সেখানে দাওয়াতি কাজ জোরদার করার জন্য সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীর নেতৃত্বে ঈদুল ফিতরের পর একটি টিম দাওয়াতি মিশনে বের হবে।
এছাড়া খতমে নবুওয়াত বিষয়ক দাঈ তৈরি করতে আগামী ৫, ৬ ও ৭ জ্বিলহজ্ব সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মাখজানুল উলুম খিলগাঁওয়ে এক প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মুবিনুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ ইয়াহয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আল আমিন, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ইউনুস, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা যুবায়ের প্রমুখ।