১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংসদে উপস্থাপিত ‘গণমাধ্যমকর্মী আইন’ নিয়ে সাংবাদিক নেতাদের উদ্বেগ

বিএফইউজের লোগো। - ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে উপস্থাপিত গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বিজেসি, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিক নেতারা অংশ নেন।

তারা আইনটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করে এটি সংশোধনের উদ্যোগ গ্রহণে পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত নেন। সব সুপারিশ একত্রিত করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করার ব্যাপারে নেতারা একমত হন।

বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শহীদ উল আলম, ইলিয়াস খান, সোহেল হায়দার চৌধুরী, আকতার হোসেন, খায়রুজ্জামান কামাল, সেবীকা রানী, খায়রুল আলম, রেজওয়ানুল হক রাজা, শাকিল আহমেদ, নজরুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম হাসিব, মামুন ফারাজী, আবুল হাসান হৃদয়, মাহাবুব আলম, শহীদুল হক জীবন, গোলাম মোস্তফা, কাজল হাজরা প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement