নারী দিবস উপলক্ষে ‘নারী অধিকার আন্দোলনে’র আলোচনাসভা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মার্চ ২০২২, ২১:০২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার আন্দোলনের উদ্যোগে ‘আলোচনাসভা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ও নারী অধিকার আন্দোলনের সভানেত্রী প্রফেসর চেমন আরা এবং সঞ্চালনা করেন লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের বায়তুল মাল সম্পাদিকা প্রফেসর আফিফা মুশতারী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপিকা ও নারী অধিকার আন্দোলনের সহসভানেত্রী ড. উম্মে কুলসুম রওজাতুর রুম্মান, উদ্বোধনী বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিক্যাল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি প্রফেসর ডা: হাবিবা চৌধুরী সুইট, ‘নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা’ শীর্ষক বক্তব্য পেশ করেন ঢাকা মেডিক্যাল কলেজের মাইক্রোবাইলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা: নাঈমা মোয়াজ্জেম, ‘ইসলামের আলোকে নারীর মর্যাদা’ বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমিন সুলতানা ও ‘ইসলামে উত্তারাধিকার আইন নারীর অর্থনৈতিক মুক্তি’ সংক্রান্ত আলোচনা করেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল (উইমেন উইং)-এর সেক্রেটারি এ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত প্রস্তাবনাগুলো পাশ হয়।
প্রস্তাবনাসমূহ-
নারীর সমস্যার সমাধান, মর্যাদা ও অধিকার আদায়ের ক্ষেত্রে নারীদেরকেই আত্মসচেতন হতে হবে, নারীবান্ধব শিক্ষাঙ্গন ও পৃথক পরিবহন ব্যবস্থা চালু করতে হবে, কর্মক্ষেত্রে নারীর শারীরিক, মানসিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শুধু অর্থনৈতিক মুক্তিই নারীর অধিকার-এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, সম্পদের উত্তরাধিকারসহ ইসলাম প্রদত্ত নারীর সব অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, দেনমোহর আদায় ও যৌতুকমুক্ত বিয়ে নিশ্চিত করতে হবে, ভোগ্যপণ্য হিসেবে নারীকে বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না, গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ায় নারীর প্রতি সম্মানসূচক মনোভাব জাগিয়ে তুলতে হবে।
-সংবাদ বিজ্ঞপ্তি