বিজয় দিবস উপলক্ষে ডুজার পতাকা মিছিল
- ঢাবি প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩৯, আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:৪০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা র্যালী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ডুজা)।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে পতাকা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টিএসসি এসে শেষ হয়।
পতাকা মিছিলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সাংবাদিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক বিষয়ে মেহেদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশ, জাতির স্বকীয়তা এবং স্বাধীনতায় বিশ্বাস করে। আজকের এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বিজয় লাভ করে এই প্রিয় মাতৃভূমি। এ বছরের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এবারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাক্ষী। বিজয়ের এইদিনে আমরা পতাকা মিছিলের আয়োজন করেছি।
এছাড়াও পতাকা মিছিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির।