১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নোয়াবের প্রতি সমর্থন

সংবাদপত্র শিল্পে শৃঙ্খলা ফেরানোর দাবি বিএফইউজের

- ছবি : সংগৃহীত

সংবাদপত্র শিল্পের জন্য প্রনোদনা প্রয়োজন বলে নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশনের (নোয়াব) দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রনোদনার বিষয়টি বিবেচনার দাবি জানাই। সংবাদপত্র শিল্পে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। করোনা মহামারীর শুরুতেই সংবাদপত্র ও টেলিভিশনসহ পুরো গণমাধ্যমের প্রনোদনা দেয়ার দাবি জানিয়েছিলেন সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ।

বিএফইউজে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাথে মতবিনিময় সভায় নোয়াব সংবাদপত্র শিল্পের যে সঙ্কটের চিত্র তুলে ধরা হয়েছে তা খুবই যৌক্তিক। তবে এই শিল্পের পেশাদার সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা সঙ্কটের অপর অংশের চিত্রটি তুলে ধরতে চাই।

তৃবৃন্দ বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের অধিকাংশ সংবাদপত্রে এখনো সরকার ঘোষিত নবম ওয়েজবোর্ডের সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। অনেক সংবাদপত্রে সাংবাদিক-কর্মচারীদের নিয়োগপত্র দেয়া হয় না। নিয়মিত বেতন দেয়া হয় না। ইচ্ছে মাফিক ছাঁটাই করা হয়। ছাঁটাই করা হলেও আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হয় না। কোনো কোনো সংবাদপত্র মিথ্যা ঘোষণা দিয়ে ভূতুড়ে সার্কুলেশন দেখিয়ে সরকারি বিজ্ঞাপন, বাড়তি হার এবং নিউজ প্রিন্ট আমদানির সুবিধা নিচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সংবাদপত্র শিল্পে বিরাজমান এ সকল সঙ্কট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, এ সকল সঙ্কট নিরসন করে সরকারের কাছ থেকে যেকোনো প্রনোদনা আদায়ে নোয়াবের সাথে কাজ করতে বিএফইউজে’র আপত্তি নেই।

বিএফইউজে’র নেতৃবৃন্দ সংবাদপত্র বা গণমাধ্যম সংক্রান্ত যেকোনো আলোচনা ও সিদ্ধান্তে সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে বিএফইউজেকে সম্পৃক্ত করার দাবি জানান ।

বিএফইউজে নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যমকর্মী আইন করে টেলিভিশন সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : ড. ইফতেখারুজ্জামান দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই খুলনার দুঃখ বিল ডাকাতিয়া ২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে ম্যান-ই : ফিলিপাইন মারাত্মক সঙ্কটে আয়ারল্যান্ডের অর্থনীতি সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব প্রতিটি সমস্যারই সমাধান আছে, যদি ধৈর্য-সাহস-অধ্যবসায় থাকে : ড. ইউনূস

সকল