২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএফইউজে’র ৮ দফা কর্মসূচি উদ্বোধন

বিএফইউজে’র ৮ দফা কর্মসূচি উদ্বোধন - নয়া দিগন্ত

বিএফইউজের (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) আট দফা কর্মসূচির প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার এ কর্মসূচি পালিত হয়।

রোববার বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অফিস, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে প্রচারপত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিএফইউজে’র আট দফা হচ্ছে :

১। গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করতে হবে।

২। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে।

৩। সকল প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে। বেতন-ভাতা নিয়মিত দিতে হবে। বকেয়া পরিশোধ করতে হবে।

৪। জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে।

৫। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে।

৬। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।

৭। ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা বা পেনশন চালু করতে হবে।

৮। সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য উম্মুল ওয়ারা সুইটি, নুরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক।


আরো সংবাদ



premium cement
বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী নোয়াখালীতে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকোর ‘রোড টু এআই’ এবং পার্টনার মিট ২০২৪’ অনুষ্ঠিত দাগনভূঞা ও সোনাগাজীতে বিএনপির আহবায়ক কমিটি সাংবাদিক তুরাব ছিলেন সত্যের পক্ষে, মানবতার পক্ষে : সেলিম উদ্দিন নাটোরের সেই তরুণ দাস মন্দিরের পাহারাদার নয়, ছিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

সকল