১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি বিএফইউজের

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি বিএফইউজের - ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে ইউপি চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। একইসাথে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনটি।

রোববার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, কাপাসিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানাকে কেন্দ্র করে গোলযোগের ছবি তোলার সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, আচরণবিধি ভঙ্গের দায়ে শনিবার বিকেলে চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী মিজানুর রহমান খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোবাইয়া ইয়াসমিন তমার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানা না দিয়ে মিজানুর রহমানের কর্মী-সমর্থকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের গাড়ি ঘিরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার দৃশ্য ধারণ করতে থাকেন সাংবাদিক খোরশেদ আলম। এ সময় মিজানুর রহমানের নির্দেশে তার কর্মী-সমর্থকরা সাংবাদিক খোরশেদের ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। খোরশেদ আলম যুগান্তরসহ আনন্দ টেলিভিশনের কাপাসিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

বিএফইউজে নেতৃদ্বয় বলেন, প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজের উদ্বেগ ও উৎকণ্ঠাকে বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের লোকজন সাংবাদিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, যা নাগরিক নিরাপত্তা ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি বলে উল্লেখ করেন নেতারা।

বিবৃতিতে অবিলম্বে হামলায় জড়িত ও তাদের মদদদানকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও, তার দোসররা এখনো আছে : ব্যারিষ্টার খোকন প্রতিশোধ নিতেই সম্পর্ক, অতঃপর শ্বাসরোধে হত্যা করা হয় আলোচিত টিকটকার মুন্নিকে হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : ড. ইফতেখারুজ্জামান দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই খুলনার দুঃখ বিল ডাকাতিয়া ২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে ম্যান-ই : ফিলিপাইন

সকল