১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি তানভীর আলাদিন, সম্পাদক ফয়েজ উল্লাহ

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। - ছবি : সংগৃহীত

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র (এফএসএফডি) দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে আগামী ২০২১-২০২৩ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে তানভীর আলাদিন (বাসস) সভাপতি ও ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্য নেতারা হলেন- সহ-সভাপতি আমানুর রহমান (যায় যায় দিন) ও সরোয়ার আলম (দেশ রূপান্তর), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল (সংগ্রাম), কোষাধ্যক্ষ এহসান জুয়েল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক আউয়াল চৌধুরী (একুশে টেলিভিশন), দফতর ও প্রচার সম্পাদক ইমাম হোসাাইন সোহেল (জাগো নিউজ), বিনোদন সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ মীম (প্রথম কথা)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- জিল্লুর রহীম আজাদ (কালবেলা), আদিত্য আরাফাত (ডিবিসি টিভি), সাজেদা সুইটি (এটিএন নিউজ), হোসাইন তারেক (এনটিভি), ছলিম উল্লাহ মেজবাহ (মানবকণ্ঠ) ও বেলাল উদ্দিন সেতু (আজকালের খবর)।

নির্বাচন পরিচালনা করেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ফোরামের সাবেক সহ-সভাপতি আইয়ুব ভুঁইয়া এবং ফোরামের সাবেক সহ-সভাপতি কবি জাকির আবু জাফর।

এর আগে প্রথম অধিবেশনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

তানভীর আলাদিনের সভাপতিত্বে ও ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন- সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, সহ-সভাপতি আমানুর রহমান, সরোয়ার আলম, জাফর ইকবাল, জিয়াউল হক মিজান, বোরহান ফয়সাল প্রমুখ।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও এহসান জুয়েল।

ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সাংবাদিকতায় ফেনী ছিল একসময় পথিকৃৎ। সেই গৌরব আবারো ফিরিয়ে আনতে ফেনীর সাংবাদিকরা নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আদালতে মুখ খোলেননি মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি মার্জিয়া দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই দেশের জন্য কল্যাণকর : মির্জা ফখরুল শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘আমার ছেলেকে কেন পাখির মতো গুলি করে হত্যা করা হলো?’ মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে : ইরান শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে’ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথে ৩০টি ভারতীয় ওয়াগন পৌঁছেছে পাবনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১ কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা

সকল