মানবপাচার আইন সংশোধনের দাবি জনশক্তি ব্যবসায়ীদের
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯
মানবপাচার আইনের সংশোধন চান রিক্রুটিং এজেন্সির মালিকরা। দ্রুত এই আইন সংশোধন না করলে জনশক্তি রফতানি বন্ধসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন জনশক্তি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্তরাঁয় মানবপাচার মামলায় ভুক্তভোগী ও সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা আয়োজিত সভায় তারা এ হুঁশিয়ারি দেন।
রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাওব সভাপতি ফখরুল ইসলাম, সচেতন বায়রার আহ্বায়ক মোশাররফ হোসেন, বায়রা সদস্য কল্যাণ পরিষদ মহাসচিব লিমা বেগম, রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের মহাসচিব আরিফুর রহমান, রাফা সভাপতি আবুল বারাকাত ভূইয়া, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
এ ছাড়াও ফোরাব মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট মহাসচিব মোস্তফা মাহমুদ, আ: মতিন, আনোয়ার হোসেন, ইনাম আব্দুল্লাহ মহসিন, বজলুর রহমান, শাহিন উদ্দিন, নাসির উদ্দিন, কাজী আ: রহিম, জসিম উদ্দিনসহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকরা।
বক্তারা দাবি করেন, বৈধভাবে বিদেশে কর্মী পাঠিয়েও জনশক্তি ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। যখন তখন রিক্রুটিং এজেন্সির মালিকদের গ্রেফতার করা হচ্ছে। এটা বন্ধে মানবপাচার আইন সংশোধন করতে হবে।