১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি

মাদক কারবারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর পল্লবী এলাকার চিহ্নিত মাদক কারবারি শাহাজাদী, সনি ও আনোয়ারীসহ সকল মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।

গতকাল রোববার রাতে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনে থেকে পল্লবী থানা পর্যন্ত ফুটপাতের ওপর এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ পল্লবী থানার সভাপতি মো: আল আমিন রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মিলন ঢালী। এ সময় সংঠনের অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মিলন ঢালী বলেন, পল্লবী থানা এলাকাসহ দেশের যুবসমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আজ নেশায় ঝুকে পড়ছে। পল্লবী এলাকাতে রয়েছে মাদকের আখড়া। এলাকার চিহ্নিত মাদক কারবারি শাহজাদী বেগম ও তার পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এমনকি কোনো পুলিশ সদস্য অভিযানে গেলে তার বিরুদ্ধেই বিভিন্ন দফতরে অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক কারবারিদের জন্য পল্লবীসহ পুরো মিরপুর এলাকার নেশাগ্রস্তরা খুব সহজে হাতের কাছে মাদক পেয়ে যাচ্ছে। তাদের হাত থেকে আমরা মুক্তি চাই। প্রশাসনে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন এ সব মাদক কারবারিদের নির্মুল করতে হবে।


আরো সংবাদ



premium cement
শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘আমার ছেলেকে কেন পাখির মতো গুলি করে হত্যা করা হলো?’ মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে : ইরান শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের ‘বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে’ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথে ৩০টি ভারতীয় ওয়াগন পৌঁছেছে পাবনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১ কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’

সকল