সেন্ট্রাল শরিয়াহ বোর্ড প্রবর্তিত ‘সিআইবিএফ’-এর উদ্বোধন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিবিআইন)-এর উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (সিআইবিএফ) কোর্সের উদ্বোধন করা হয়েছে।
কোর্সটির চতুর্থ ব্যাচের উদ্বোধনী পর্ব গতকাল শনিবার সকাল ১১টায় অনলাইন জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন- বোর্ডের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম. শামাউন আলী, ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী খুররম আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট-এর নির্বাহী পরিচালক ও সদস্যসচিব ড. এম আব্দুল আযীয।
স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো: আবদুল্লাহ শরীফ, সিআইপিএ, সিএসএএ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের ইনচার্জ (এডমিন) সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।
প্রধান অতিথি প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিংয়ের বিকাশকে ত্বরান্বিত করতে হলে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন নিবিড় প্রশিক্ষণ। তিনি কোর্সের শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবেলায় নিরবচ্ছিন্ন অধ্যয়ন ও নিবিড় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সহকর্মীসহ সকলের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এ পর্যন্ত কোর্সের চারটি ব্যাচে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-সহ প্রায় ২৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।