১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বিএফইউজের আন্দোলনের ঘোষণা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন - ছবি : নয়া দিগন্ত

কারাবন্দী সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বিএফইউজের সকল অঙ্গ ইউনিয়নের উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী দীর্ঘ ১০ মাস কারাবন্দী। অসুস্থ এ শীর্ষ সাংবাদিক নেতার জামিন নিয়ে চলছে টালবাহানা। এ অবস্থায় তার মুক্তি আন্দোলন বেগবান করার কোনো বিকল্প নেই।

বিবৃতিতে আরো বলা হয়, বিএফইউজের সকল অঙ্গ ইউনিয়নেকে অনতিবিলম্বে পালনের জন্য ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ইউনিয়ন স্থানীয় পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রুহুল আমিন গাজীসহ কারাবন্দী সকল সাংবাদিককে মুক্ত করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement