সাংবাদিক আফজালের বিরুদ্ধে মামলা প্রত্যাহরের দাবি এলআরএফের
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ মে ২০২১, ১৭:৩৬
সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনের দু’টি মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে এলআরএফের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, হাসান জাবেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।
ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, এলআরএফের সহ-সভাপতি আজিজুল ইসলাম পান্নু ও সাবেক সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এলআরএফ সভাপতি মাশহুদুল হক বলেন, অবিলম্বে আফজাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সাংবাদিকদের নিয়ে নোয়াখালীতে দুর্নীতিবাজ নাজিরের অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে নোয়াখালী আদালতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।