১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পীরগাছা সোসাইটি ঢাকার সভাপতি জায়েদ আনসারী, সেক্রেটারী মামুন

-

ঢাকায় বসবাসকারী রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দাদের নিয়ে সমাজসেবামূলক ও সামাজিক সংগঠন ’পীরগাছা সোসাইটি’, ঢাকা-এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে ভার্চুয়াল এক সভায় দুই বছরের (২০২১-২০২২) জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য মেধাবী সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো. আবু জায়েদ আনসারী ও সেক্রেটারী নির্বাচিত হন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল-মামুন।

সংগঠনটি পীরগাছা উপজেলার আর্থ-সামাজিক উন্নয়ন ও ঢাকায় বসবাসকারী পীরগাছা উপজেলাবাসীসহ পিছিয়ে পড়া মানুষের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে কাজ করছে। সাংগঠনিক কর্মতৎপরতা পরিচালনার জন্য সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের পরামর্শক্রমে কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. নূর ইসলাম ও মো. শাহাদাৎ হোসেন শেফাউল।

এছাড়া সহ-সভাপতি মনোনীত হয়েছেন হাবিবুর রহমান শামীম, মো. আব্দুল বাতেন, মো. খাইরুল মোস্তাক সুমন, মো. বদিউজ্জামান রাসেল, আব্দুল মাবুদ ও মো. হামিদুর রহমান।

এছাড়া সংগঠনটির সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শান্ত, কোষাধক্ষ মো.আব্দুর রউফ খন্দকার, সহ-কোষাধক্ষ শহিদুল ইসলাম শহিদ, সমাজকল্যাণ সম্পাদক মো. ওয়ায়েসকুরুনী, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ডি এম ইমরান হোসাইন, প্রচার সম্পাদক মো. নাসমুস সাকিব রেজা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহ্ মো. গোলাম আজম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাদিসুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এফ এম রুবেল ইসলাম, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মো. রায়হান বাদশা, পাঠাগার ও ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, আইন সম্পাদক রাজীব
মন্ডল, প্রকাশনা সম্পাদক মো. মেফতাহুল হোসাইন আল মারুফ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসাইন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল আরাফাত রোজ। আর কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মো. কুদরত উল্লাহ, শাহ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার লিটন সরকার, মো. শাখাওয়াত হোসাইন সুজন।

সমাপনী বক্তব্যে নব-নির্বাচিত সভাপতি কমিটির দায়িত্বপ্রাপ্তদের ও সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় সকলকে সার্বক্ষণিক পরামর্শ প্রদানের অনুরোধ জানিয়ে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভাপতি ও সেক্রেটারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল