খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুপ্রিম কোর্টে আইনজীবীদের দোয়া ও ইফতার মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- ০২ মে ২০২১, ২১:৫৮
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সুপ্রিম কোর্টে ইফতার ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট। রোববার সুপ্রিম কোর্ট বার ভবন মসজিদ ও ক্যান্টিনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে পাঁচ শতাধিক আইনজীবী অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দেয়া করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
আইনজীবীদের ব্যবহারের পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিল আইনজীবী ফোরাম : করোনার সংক্রমণের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ব্যবহার করার জন্য পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি। রোববার আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পক্ষে ছিলেন সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি মো: জালাল উদ্দিন, মুহাম্মদ শফিক উল্ল্যা, ট্রেজারার মো: ইকবাল করিম প্রমুখ।