পুলিশের চিকিৎসক হয়রানির প্রতিবাদ ও নিন্দা এনডিএফের
- নিজস্ব প্রতিবেদক
- ২১ এপ্রিল ২০২১, ১৪:১৬
পুলিশ-ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বুধবার এক বিবৃতি দিয়েছেন চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
এনডিএফ’র সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা: এ কে এম ওয়ালী উল্লাহ বিবৃতিতে বলেন, কোভিড মহামারীর এই সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা সম্মুখে থেকে জনসাধারণের সুরক্ষায় অগ্রনী ভুমিকা পালন করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান সর্বাত্মক লকডাউনের এ সময়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে যাওয়া এবং আসার পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে যাওয়া ও ফেরার পথে অসহযোগিতা করছেন এবং চিকিৎসকদের যানবাহনে জরিমানা করছেন।
সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: সাঈদা শওকত জেনি বাড়ি ফেরার পথে আইন-শৃঙ্খলা বাহিনী চরমভাবে হেনস্থা করেছে।
বিবৃতিতি নেতৃদ্বয় বলেন, কোনোভাবেই তা মেনে নেয়া যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের এহেন আচরণ পুলিশ ও চিকিৎসকদের মধ্যে বিভেদ সৃ্িষ্ট করতে পারে। এ ঘটনাসহ সারা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বিড়ম্বনার ব্যাপারে ন্যাশনাল ডর্ক্টস ফোরাম তীব্র নিন্দা জানাচ্ছে।
সাধারণ চিকিৎসকদের পক্ষ থেকে নেতৃদ্বয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে চিকিৎসকদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিরূপ আচরণকারী সদস্যদের শাস্তির আওতায় এনে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি দরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেন। কোভিড মহামারীতে সরকারের সকল প্রতিষ্ঠানকে চিকিৎসকদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সহায়ক হিসেবে জনমানুষের জন্য কাজ করতে ন্যাশনাল ডর্ক্টস ফোরামের নেতৃবৃন্দ আবেদন জানান।