১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : সভাপতি আওয়ামী লীগের, সম্পাদক বিএনপির

আবদুল মতিন খসরু ও মো: রুহুল কুদ্দুস কাজল - ফাইল ছবি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের জন্য সভাপতি পদে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি। ভোট গণনা শেষে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফল ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।

সভাপতিসহ আটটি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত নীল প্যানেল সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন।

২০২০-২০২১ সেশনে নীল প্যানেল পেয়েছিল আটটি আর সাদা প্যানেল পায় ছয়টি। সাদা প্যানেল এবার সংখ্যাগরিষ্ঠতা পেল।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ৭ হাজার ৭শ’ ২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৬শ’ ৮৬ জন আইনজীবী।

শুক্রবার ১২ মার্চ দুপুরে গণনা শুরু হয়ে মধ্য রাতে ১৩ মার্চ দিবাগত রাতে গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো: ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।

সভাপতি পদে আরো তিনজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে এবিএম ওয়ালিউর রহমান পেয়েছেন ১৮৯ ভোট, ড. ইউনুস আলী আকন্দ পেয়েছেন ৮৩ ভোট এবং কে এম জাবির পেয়েছেন ৩৬ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবদুল আলীম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট। একই পদে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ পেয়েছেন ৯৭ ভোট এবং মো: গিয়াস উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩৮ ভোট।

১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫১ জন। সকল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

সাদা প্যানেলের অপর বিজয়ীরা হলেন- সহ-সভাপতির দু’টি পদের একটিতে মুহাম্মদ শফিক উল্ল্যা, প্রাপ্ত ভোট ২ হাজার ৬১১, কোষাধ্যক্ষ পদে ড. মো: ইকবাল করিম, প্রাপ্ত ভোট ২ হাজার ৮৭৪টি। সহ-সম্পাদক দুটি পদের একটিতে সাফায়েত সুলতানা রুমি পেয়েছেন ২ হাজার ৫১৩ ভোট।

এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে সাদা প্যানেলের প্রার্থী মাহফুজুর রহমান রোমান (২ হাজার ৮২৯ ভোট), এ বি এম শিবলী সাদেকীন (২ হাজাট ৮০৭ ভোট), মিনটু কুমার মন্ডল (২ হাজার ৫০৭ ভোট), মুনতাসির উদ্দিন আহমেদ (২ হাজার ৪৩৭ ভোট)।

নীল প্যানেল থেকে অপর বিজয়ীরা হলেন- দু’টি সহ-সভাপতি পদের একটিতে মো: জালাল উদ্দিন (২ হাজার ৭৪৭ ভোট)। সহ-সভাপতি দুটি পদে ছয়জন প্রার্থীর মধ্যে তিনি প্রথম হয়েছেন।

সহ-সম্পাদকের দু’টি পদের একটিতে নীল প্যানেলের মাহমুদ হাসান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট। সহ-সম্পাদকের দু’টি পদে ৮ জন প্রার্থীর মধ্যে তিনি প্রথম হয়েছেন।

সাতটি সদস্য পদের মধ্যে নীল প্যানেলের এস এম ইফতেখার উদ্দিন আহমেদ ২ হাজার ৮০৫ ভোট, পারভিন কাওসার মুন্নি ২ হাজার ৫৩৮ ভোট ও রেদওয়ান আহমেদ রানজিব ২ হাজার ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের মো: আলী আজম। তার প্রাপ্ত ভোট ২৪৯০টি এবং নীল প্যানেলের জয়নাল আবেদিন (তুহিন)। তার প্রাপ্ত ভোট ২১৮৫টি। কোষাধ্যক্ষ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নীল প্যানেলের আব্দুল্লাহ আল মাহবুব, তিনি পেয়েছেন ২১৫১টি ভোট।

দুই সহ-সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের নুরে আলম (উজ্জ্বল), প্রাপ্ত ভোট ২২৯০টি ও নীল প্যানেলের রাশিদা আলম ঐশী, তিনি পেয়েছেন ২০৯৬ ভোট।

২০২০-২০২১ সেশনে সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন সভাপতি (সাদা প্যানেল) এবং নীল প্যানেলের ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন এখন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল