ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মামুন, সম্পাদক হৃদয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪৩, আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ২১:৪৪
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মামুন ফরাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সংগঠনটির মোট ১ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৭৫ জন।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী। আর যুগ্ম সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলাকাগজের সামসুল আলম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের আলমগীর কবির, দফতর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে আজকের পত্রিকার ফারজানা জবা, বাংলাদেশের আলোর জাফরুল আলম, বাংলাভয়েসের আবদুর রহমান খান, শিকড় সন্ধানের আমিনুল রাণা, ইউনাইটেড নিউজের আ. হ. ম. ফয়সাল, বাংলাদেশের আলোর মো: মনির হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির মো: ফখরুদ্দীন মুন্না, বাংলার সমাচারের মো: নাঈম মাশরেকী, স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন, ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ ও দৈনিক নওরোজের মো: সাফায়েত হোসেন নির্বাচিত হন।