নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নসহ ৭ দফা দাবি বিএফইউজে’র
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২০, ২১:০৩
নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নসহ সাত দফা দাবি জানিয়েছে সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নির্বাহী পরিষদের সভা থেকে এ দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের সন্ধান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বের করার দাবি জানানো হয়। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচিতে যাবে বিএফইউজে।
বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ও মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় নির্বাহী পরিষদের সভায় বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কোষাধ্যক্ষ দীপ আজাদ, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়নসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এছাড়া নির্বাহী পরিষদের সভা থেকে গত ২৮ অক্টোবর মানবকণ্ঠে কর্মরত সাংবাদিকদের বেতন ও বকেয়া আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঙ্গে পত্রিকাটির মালিকের ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা জানানো হয়।
নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ফেডারেল ইউনিয়নভুক্ত ইউনিয়নগুলোতে বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ও সর্বশেষ ঢাকায় কেন্দ্রীয় সাংবাদিক সমাবেশ করা হবে বলে ঘোষণা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি