১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে মহাসমাবেশ

সারাদেশে সংঘঠিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে মহাসমাবেশ - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে সংঘঠিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। পাহাড়ে-সমতলে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ও স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

শুক্রবার বিকাল পৌণে ৪টায় রাজধানীর শাহাবাগে এ মহাসমাবেশ শুরু হয়।

ধর্ষণ ও নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে এ ‘মহাসমাবেশের’ ডাক দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।

ধর্ষণবিরোধী শুরুতেই মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছেন। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান লেখা প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। গতকালের সমাবেশ থেকে আজ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছিল। এই মহাসমাবেশে সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।


আরো সংবাদ



premium cement