১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডাক্তারদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করুন : ড্যাব

ডাক্তারদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করুন : ড্যাব - প্রতীকী

খুলনার রাইসা ক্লিনিকে কতিপয় উৎশৃঙ্খল সন্ত্রাসীর হামলায় হেড ইনজুরি নিয়ে শেখ আবু নাসের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও বাগেরহাট ম্যাটস’র সাবেক অধ্যক্ষ ডা. আব্দুর রাকীব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেইসাথে ডা. আব্দুর রাকীব খানের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ভুল চিকিৎসার অভিযোগ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে না করে এভাবে সন্ত্রাসী হামলায় একজন চিকিৎসকের প্রাণনাশ কোনো অবস্থাতেই কাম্য নয়, এতে চিকিৎসকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে বলে ড্যাব মনে করে। বিশ্ব মহামারী করোনাভাইরাস করালগ্রাসে সারাবিশ্ব যেখানে স্থবির সেখানে শুধু সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এবং করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন ডাক্তাদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরুপ পরিস্থিতিতে রোগীর পক্ষের লোকের এমন অমানবিক সন্ত্রাসী আচরণে ডাক্তারের মৃত্যুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা বলেন, ড্যাব এই অনভিপ্রেত ও মর্মস্পশী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত তদন্ত পূর্বক দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছে। ভবিষ্যতে যাতে এ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তদনুযায়ী ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নজরদারী জোরদার করার দাবি জানাচ্ছে। একইসাথে ড্যাব প্রতিটি হাসাপাতালে ডাক্তারদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।


আরো সংবাদ



premium cement
রুপপুরে ঝুলন্ত লাশ উদ্ধার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে আ’লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গড়তে আমরা প্রতিজ্ঞবদ্ধ : পরওয়ার সামরিক সহযোগিতা জোরদার করছে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র ও জাপান প্রধান উপদেষ্টার পক্ষে সাড়ে ১৯ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা হাসপাতাল থেকে লাশের চোখ গায়েব, ইঁদুরকে দোষারোপ কর্তৃপক্ষের আ’লীগের মন্ত্রী-উপদেষ্টাসহ ১৪ জনকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে : সাবেক ডিআইজি

সকল