১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংবাদকর্মীদের বেতন ও বোনাস পরিশোধ না করায় ঈদের দিন ডিইউজের জমায়েত সার্ক ফোয়ারা চত্তরে

-

২০ মে ২৬ রমজানের আগেই জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়াসহ বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গত ১৭ মে ডিইউজে এই দাবি জানানোর পর উল্লেখযোগ্য সংবাদপত্র ও টেলিভিশন ঈদের আগে বেতন বোনাস প্রদান করলেও কতিপয় চিহ্নিত সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন পোর্টাল বেতন ও বোনাস না দিয়েই ছুটি ঘোষণা করে। এ অবস্থায় চরম ক্ষোভ, অনিশ্চয়তা ও অস্থিরতা দেখা দিয়েছে পেশাদার সাংবাদিকদের মধ্যে।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু রোববার (২৪ মে) এক বিবৃতিতে প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশনের কতিপয় মালিকদের এ হেন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঈদের দিন সোমবার বেলা ১২টায় কারওয়ান বাজার সংলগ্ন সার্ক ফোয়ারা চত্তরে ডিইউজের আহবানে সাংবাদিকরা জড়ো হবেন এবং সেখান থেকে বেতন খেলাপি মালিকদের বাড়ি ঘেরাও করা হবে। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement