১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার থাবায় দুর্দিনে বিড়ি শ্রমিকরা

করোনার থাবায় দুর্দিনে বিড়ি শ্রমিকরা - সংগৃহীত

না পাচ্ছে কোনো সরকারি সহযোগিতা, না পাচ্ছে কোনো কাজ। একবেলা খাবার জুটে তো অন্য বেলা না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। পেটের ক্ষুধা নিয়ে যখন নির্ঘুম রাত কাটে তখন দিনের শুরুতেই শুরু হয় আবার দুশ্চিন্তা। কোথায় মিলবে কাজ! দুমুঠো খাবার জোগাতে এভাবে হিমশিম খেতে হচ্ছে বিড়ি শ্রমিকদের। শুক্রবার বাগেরহাট মোল্লারহাটের উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এমন অসহায়ত্বের চিত্র তুলে ধরেছেন বিড়ি শ্রমিকরা। সাম্প্রতি বিশিষ্ট নাগরিক ও এক সংসদ সদস্য বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধের দাবি জানানোর প্রতিবাদে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাগেরহাট জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ আতিয়ার রহমান, ফেডারেশনের সদস্য মোঃ আলি হোসেন, জিপুলি বেগম, শিউলি বেগম প্রমুখ। মানববন্ধনে দুই শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মাববন্ধনে বক্তারা বলেন, সমাজের ২০ লক্ষাধিক অসহায়, সুবিধাবঞ্চিত, বিধবা ও পঙ্গু বিড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে। করোনাভাইরাসের কারণে আমাদের কর্ম বন্ধ হওয়ায় জীবিকা নির্বাহ করতে চরম হিমশিম খাচ্ছি। না পাচ্ছি কোন সরকারী সহযোগিতা না পাচ্ছি কোন কাজ। এমতাবস্থায় চরম দুর্দিনে দিন পার করছি আমরা। এরমধ্যেই আমাদের কর্ম বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে আমরা কি করে খাব?

এসময় তারা দাবি করেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কোনভাবে বিড়ি বন্ধ করা যাবে না। বিড়ির ওপর বিদ্যমান কর কমিয়ে বিড়ি শিল্পকে কুটির শিল্পের মর্যাদা দিতে হবে। বহুজাতিক তামাকজাত কোম্পানির উপর অতিরিক্ত কর ধার্য করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement
গাজার সড়কগুলোতে ৩ লাখ টন বর্জ্য নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত জীবননগরে বন্ধুর বউকে নিয়ে উধাও বিধ্বস্ত বাইত লাহিয়া, উদ্ধার করা যাচ্ছে না আহতদের ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর : সেনাবাহিনী স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গীকার এনবিআর চেয়ারম্যানের জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে : উপদেষ্টা বিধান

সকল