১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সংগ্রাম পরিষদের মানববন্ধন

হকারদের ফুটপাতে বসার অনুমতি দিন

- ফাইল ছবি

ঈদের আগেই সর্বস্বহারা হকারদের সরকারি আর্থিক অনুদান ও খাদ্য সহায়তাসহ ফুটপাতে ব্যবসা করার অনুমতি দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান হয়।

সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা কামাল সিদ্দিকী, হারুন-অর-রশিদ, আরিফ চৌধুরী, সাইজুদ্দিন মিয়া, এম এ খায়ের, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, নজরুল ইসলাম নসু, বিউটি বেগম প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হকাররা বর্তমানে এক মানবেতর জীবন-যাপন করছেন। এদের সুরক্ষায় ঢাকা সিটি করপোরেশনসহ প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা দান করেনি। অথচ হকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৬০ জন হকারদের তালিকা তৈরি করে গত ৪ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের বরাবর পেশ করা হয়। আবেদন পত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হকারদের ১০ হাজার টাকা অনুদান ও খাদ্য সহায়তাদানের আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

এ ব্যাপারে হকার নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত হকাররা বেঁচে থাকার জন্য সরকারের কাছে আবদেন করেছে। কিন্তু সরকার সে আবেদন উপেক্ষা করে হকারদের বাঁচার লড়াইয়ের জন্য রাজ পথে নামতে বাধ্য হবে। যা কারই কাম্য নয়। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দ আশা করেন।


আরো সংবাদ



premium cement
বিচারের জন্য হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারী প্রধান উপদেষ্টার সাথে সোমবার সাক্ষাৎ করবেন ফারুকী রূপপুরে ঝুলন্ত লাশ উদ্ধার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে আ’লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গড়তে আমরা প্রতিজ্ঞবদ্ধ : পরওয়ার সামরিক সহযোগিতা জোরদার করছে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র ও জাপান প্রধান উপদেষ্টার পক্ষে সাড়ে ১৯ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

সকল