১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাংবাদিকদের জন্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবি ডিইউজের

-

সরকারের কাছে সাংবাদিকদের জন্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়।

কুদ্দুস আফ্রাদ করোনা মহামারির এ সময়ে অনেক সংবাদ মাধ্যমে বেতন-ভাতা বকেয়া থাকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে।

প্রধানমন্ত্রী সম্প্রতি রেশনিং ব্যবস্থা প্রবর্তনের যে কথা বলেছেন, তাকে সাধুবাদ জানিয়ে আগ্রহী সাংবাদিকদের জন্যে তা চালু করার দাবি জানানো হলে সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সভার প্রারম্বিক বক্তব্যে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু জানান, করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহভাবে বিস্তার ঘটায় সংবাদপত্র, টেলিভিশন, ডিজিটাল নিউজ পেপার, বার্তা সংস্থার সাংবাদিক কর্মচারীদের কর্তব্য পালন হুমকির মুখে পড়েছে। গোটা গণমাধ্যম পরিবারে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে, অজানা আতঙ্ক।

আলোচনায় অংশ নেন ডিইউজের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি আবু জাফর সূর্য, নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৗস সোহেল, জিএম মাসুদ ঢালী, সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিচ, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, অজিত কুমার মহলাদারসহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা।

সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অনেক গণমাধ্যম কর্তৃপক্ষ সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছে না। স্বাস্থ্যঝুকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা এখনও নেয়নি। ডিইউজে নেতারা করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহনের দাবি জানান।
সূত্র প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement