১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাংবাদিক আবু জাফর পান্না'র ইন্তেকালে বিএফইউজে-ডিইউজে'র শোক

সাংবাদিক আবু জাফর পান্না'র ইন্তেকালে বিএফইউজে-ডিইউজে'র শোক - সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক আবু জাফর পান্নার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নেতৃবৃন্দ। বিএফইউজে’র দপ্তর সম্পাদক আবু ইউসুপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ শোকবাণী দেন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংরেজি দৈনিক নিউজ টুডের সাবেক নির্বাহী সম্পাদক আবু জাফর পান্না শুক্রবার দুপুর ১টায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে গত বুধবার স্ট্রোক করায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘ সাংবাদিতা জীবনে তিনি বাংলাদেশ অবজাভারসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

শোক বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, আবু জাফর পান্না একজন দক্ষ সাংবাদিক ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। গভীর শোক ও দু:খ প্রকাশ করে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আরো সংবাদ



premium cement

সকল