ডিআরইউ’র পরলোকগত তিন সদস্যের স্মরণ সভা অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০১৯, ১৬:৫৮, আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ১৭:১১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আরেফিন, সিনিয়র সদস্য সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী (লাবলু) ও অজয় বড়ুয়া’র মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও কল্যাণ সম্পাদক কাওসার আজম।
স্মরণসভায় বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভ, বর্তমান কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ ও রাশেদুল হক, সিনিয়র সদস্য কাশেম হুমায়ন, সাংবাদিকনেতা কাজী রফিক, জাকারিয়া কাজল, খায়রুজ্জামান কামাল প্রমুখ।
এ সময় পরলোকগত সদস্যদের পরিবারের মধ্য থেকে অজয় বড়ুয়ার সহধর্মিনী রুবি বড়ুয়া, আখতারুজ্জামান লাভলুর সহধর্মিনী এলিনা সুলতানা শিল্পী বক্তব্য রাখেন।
এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে পরলোকগত সিনিয়র সদস্য হাসান আরেফিন, সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী (লাবলু), অজয় বড়ুয়া ও বশির আহমেদের পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেন ডিআরইউ নেতৃবৃন্দ।