নিউমোনিয়ায় প্রতি ঘণ্টায় মৃত্যু হয় ২ শিশুর
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মে ২০১৯, ১৫:৩৮
বাংলাদেশে হ্রাস পেয়েছে শিশু মৃত্যুর হার। কিন্তু এখনো ঘন্টায় দুই শিশুর মৃত্যু ঘটে নিউমোনিয়ায়।
সেভ দ্য চিলড্রেনের নতুন এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।
রিপোর্টের বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল গত দুই দশকে শিশুমৃত্যুর সংখ্যা অনেক হ্রাস করতে পেরেছে। চারটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশে এ হার ৬৩ শতাংশ, যেখানে ভুটানে কমেছে ৬০ শতাংশ এবং ভারতে ৫৭ শতাংশ।
আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেন তৃতীয়বারের মতো প্রকাশ করেছে বার্ষিক গ্লোবাল চাইল্ডহুড রিপোর্ট ২০১৯।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক মান্নান, হেলথ নিউট্রেশান অ্যান্ড এইচআইভি ডিরেক্টর ড. শামিম জাহান, নিউমোনিয়া সেন্টেনারি কমিটমেন্ট অ্যাডভাইজর সাব্বির আহমেদ।
এতে দেখানো হয়েছে যে, ২০০০ সাল থেকে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ শিশুর মৃত্যু হ্রাসে যথেষ্ট উন্নতি করেছে, যার মধ্যে এশিয়ায় বাংলাদেশ অন্যতম। কিন্তু ডব্লিউএইচও গ্লোবাল হেলথ অবজারভেটরির মতে, বাংলাদেশে এখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় দু’টি শিশুর মৃত্যু ঘটে।