১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ
জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ - ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রোববার সকাল সাড়ে ৮টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে।  এসময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

প্রশাসনের বাধা নিষেধ উপেক্ষা করেই ছাত্রলীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। প্রেমঘটিত কারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গেছে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখা সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের পক্ষের কর্মী তুহিনকে মারধর করেন সভাপতি তরিকুল ইসলাম পক্ষের কর্মীরা। পরে সাধারণ সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী নয়ন ও রিফাতকে মারধর করে। এর জের ধরে সকাল সাড়ে ৮টা থেকে ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ চলছে।

সর্বশেষ খবরে জানা গেছে, জবি ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন। আর সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে আছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এঘটনায় ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ খবরে জানা গেছে, জবি ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন। আর সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে আছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এঘটনায় ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement