১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খালেদা জিয়ার জামিনে ‘সরকারের হস্তক্ষেপ’ বন্ধের দাবি আইনজীবীদের

খালেদা জিয়া - ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপারে ‘সরকারের হস্তক্ষেপ’ বন্ধ ও ‘বিচার বিভাগে দুর্নীতি’ বন্ধে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন আইনজীবীরা। এ দাবিতে মঙ্গলবার প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেবে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন। একই সাথে ওইদিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন করবে সংগঠনটি।

শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ক্যান্টিনে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কো-চেয়ারম্যান মনির হোসেন, মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান, অ্যাডভোকেট ওয়াছিলুর রহমান বাবু, অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট শফিউর রহমান শফি, অ্যাডভোকেট নাজমুল হাসন, অ্যাড. শামসুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট আবদুল মতিন মন্ডল, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, অ্যাড. নির হোসেন, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রফী। সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দেয়ার দাবি জানান।


আরো সংবাদ



premium cement