সুবর্ণচরসহ সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিবিরের
- প্রেস বিজ্ঞপ্তি
- ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন বলেছেন, সন্ত্রাসীদের একের পর নৃশংস ও লোমহর্ষক অপকর্মে দেশের মানুষ আতঙ্কিত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জনপদ কোথাও নারীরা নিরাপদ নয়। যার ঘৃণ্য নজির নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণ।
তিনি সোমবার নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জেরে ধর্ষিত চার সন্তানের জননীকে দেখতে গিয়ে এসব কথা বলেন। এসময় তিনি ওই নারীর হাতে চিকিৎসা সহযোগিতার জন্য নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ সম্পাদক তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জাকির হোসেন, হাবিবুর রহমান মজুমদারসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
শিবির সভাপতি বলেন, ধর্ষণ ভয়াবহ রুপ ধারণ করেছে। অথচ এখন পর্যন্ত কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। ফলে অপকর্ম বেড়েই চলেছে। যা গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। তরুণী,শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শঙ্কায় দিন যাপন করছে। তিনি এঘটনায়সহ সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।