প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ পিছিয়ে : শিবির সভাপতি
- প্রেস বিজ্ঞপ্তি
- ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, স্বাধীনতা অর্জনের একচ্ছত্র দাবীদারেরাই বিজয়ের চেতনাকে ভূলুন্ঠিত করছে। সারাদেশে রাজনীতিবিদদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছে।
শনিবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী সভাপতি তোফাজ্জল হোসেন হেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরী অর্থ সম্পাদক মুজিবুর রহমান, কলেজ সম্পাদক সাইফুল ইসলাম, স্কুল সম্পাদক মাহফুজুর রহমান শুভসহ নেতৃবৃন্দ।
শিবির সভাপতি বলেন, বাংলাদেশের সমকালীন সময়ে স্বাধীন হওয়া বহু দেশ উন্নতির শিখরে আরোহণ করেছে; কিন্তু আমাদের পর্যাপ্ত মানব, প্রাকৃতিক ও মেধাসম্পদ থাকার পরও প্রতিহিংসার রাজনীতি ও সীমাহীন দূর্নীতির কারণে বিজয়ের এত বছর পরও আমরা কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন করতে পারিনি। রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে প্রতিপক্ষ রাজনৈতিক দল গুলোকে কোনঠাসা করে রাখা হয়েছে।
তিনি বলেন, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও দেশের প্রথম পতাকা উত্তলনকারী আ স ম আব্দুর রবসহ জাতীয় নেতৃবৃন্দের উপর হামলা চালাচ্ছে আওয়ামী লীগ। প্রতিহিংসার রাজনীতিতে আজ মানবাধিকার ভুলুন্ঠিত, গণতন্ত্র নির্বাসিত।
শিবির সভাপতি বলেন, তরুণ প্রজন্ম যোগ্যতা ও নৈতিকতা সম্পন্ন হয়ে গড়ে উঠলেই আগামীর বাংলাদেশ হবে রাজনৈতিক প্রতিহিংসা ও দূর্নীতি মুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা।