পত্রিকায় প্রকাশিত রিপোর্ট নিয়ে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
- বিজ্ঞপ্তি
- ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫
দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় ৩ ডিসেম্বর প্রকাশিত ১টি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম।
আজ ৩ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকার কাল্পনিক রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার অমূলক আশঙ্কার উপর ভিত্তি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। দৈনিক জনকণ্ঠের গোটা রিপোর্টটিই অবাস্তব। দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টার ঐ পত্রিকায় অতীতে বিভিন্ন সময়ে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টগুলোই অবিকল অনুসরণ করেছেন।
তাদের এ রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করছে। নাশকতা কিংবা সন্ত্রাসকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সব সময়ই ঘৃণা করে। কাজেই পুলিশের উপর হামলা চালানো কিংবা নাশকতার পরিকল্পনা করার প্রশ্নই আসে না। এগুলো সংশ্লিষ্ট রিপোর্টারের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। দৈনিক জনকণ্ঠের রিপোর্ট দেশের জনগণ কখনো বিশ্বাস করে না।
অতএব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”