১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিবিরের পক্ষকালব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

-

ইসলামী ছাত্রশিবিরের পক্ষকালব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংগঠনটির সভাপতি ইয়াছিন আরাফাত। রোববার রাজধানীর বাড্ডা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় শিবির সভাপতি বলেন, দায়িত্বহীনতার কারণে শীতকাল গরীব অসহায় মানুষের জন্য সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এ দুর্ভোগ দূর করা অসম্ভব কিছু নয়। সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক সালাউদ্দিন আইয়ুবি, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আজিজুল ইসলাম সজিব সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।

শিবির সভাপতি বলেন, প্রতি বছরই জনসংখ্যার একটি বিশাল অংশ শীতে নিদারুণ কষ্ট ভোগ করে। একজনের কষ্টে অন্যজনের হাত বাড়িয়ে দেয়া প্রত্যেকটি মুসলিমের ঈমানী দায়িত্ব। শীতার্তদের কষ্ট দূর করতে বিত্তবান হওয়া শর্ত নয়। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ যদি যার যার সাধ্য অনুযায়ী তার পাশের শীতার্ত মানুষটির পাশে দাঁড়ায় তাহলে সহজেই শীতের কষ্ট লাঘব করা সম্ভব।

প্রতি বছরের ন্যায় এবারও পক্ষকালব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে এ কর্মসূচি পালিত হবে।


আরো সংবাদ



premium cement