১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডাঃ জাফরুল্লাহর বিরুদ্ধে মামলায় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ, প্রতিবাদ

-

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রণাঙ্গনে অসংখ্য বীর মুক্তিযোদ্ধাকে স্বাস্থ্যসেবা দানকারি, সেবামূলক প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং মাসিক গণস্বাস্থ্য পত্রিকার সম্পাদক ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সিরিজ মামলা এবং গণস্বাস্থ্যের বিভিন্ন প্রতিষ্ঠান দখলের অপচেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার কারণেই ডাঃ জাফরুল্লাহ সরকারের রোষানলে পড়েছেন বলে মনে করেন সাংবাদিক নেতারা।

আজ ২৯ অক্টোবর এক যুক্ত বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পদাক মোঃ শহিদুল ইসলাম ডাঃ জাফরুল্লাহসহ দেশের সম্মানিত নাগরিকদের বিরুদ্ধে সরকারের নিপীড়নমুলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধকালে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর অবদান ও ত্যাগ আমাদের জন্য গৌরবের। স্বাধীন বাংলাদেশেও তিনি মানবসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তাঁর দেশপ্রেম প্রশ্নাতীত। অথচ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও লুন্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হওয়ার পর সরকার তার বিরুদ্ধে আক্রোশমূলক ধারাবাহিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। একের পর এক বানোয়াট ও হাস্যকর মামলা, তাঁর প্রতিষ্ঠানে সরকারি বাহিনী দিয়ে অভিযান পরিচালনা এবং দুর্বৃত্তদের দিয়ে তাঁর প্রতিষ্ঠানে হামলা, ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও গণস্বাস্থ্যের একাধিক প্রতিষ্ঠানে দখল চেষ্টা দেশের বিবেকবান মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা অবিলম্বে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিষ্টার মইনুল হোসেনসহ দেশের বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ বন্ধ করার দাবি জানান।


আরো সংবাদ



premium cement
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ আড়াইহাজারে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গসহ হিন্দু যুবক গ্রেফতার মহাখালীতে শিক্ষার্থীদের ছোড়া ইটে আহত শিশুসহ কয়েকজন কুয়াশা পড়তে পারে কৃষকদের মাঝে ১ কোটি ১৬ লাখ কেজি ধান বীজ সরবরাহ করেছে বাকৃবি বৈষম্যবিরোধী আন্দোলন : দাফনের সাড়ে ৩ মাস পর লাশ উত্তোলন অশান্ত মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্বে অমিত শাহ ১১৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বাঁশখালীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত আলু সিন্ডিকেটের বিরুদ্ধে সিসিএসের ১০ জেলায় মানববন্ধন

সকল