শিবিরের নববর্ষের প্রকাশনার মোড়ক উন্মোচন
- প্রেস বিজ্ঞপ্তি
- ১৩ অক্টোবর ২০১৮, ১৮:২৬
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, দেশের তরুণ সমাজকে বিপদগামী করতে অপসংস্কৃতি বিরাট ভূমিকা রাখছে। দেশে অপসংস্কৃতির প্রসারে অশালিন প্রকাশনার বিরাট ভূমিকা রয়েছে। এ অশুভ কালো ছায়া দিন দিন আমাদের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করে নিচ্ছে। সুতরাং অপসংস্কৃতির সয়লাব রুখতে হলে মননশীল প্রকাশনার প্রসার ঘটাতে হবে।
তিনি শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবির প্রকাশিত নববর্ষ ২০১৯ এর প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন। এ ছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, অশালীন সংস্কৃতির প্রভাবে দেশীয় ও ইসলামী মূল্যবোধের সংস্কৃতি বিলিন হতে চলেছে। ফল স্বরূপ ২ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। যে ছেলেটির হওয়ার কথা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী বা প্রশাসক সে আজ হয়ে যাচ্ছে চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসী। যার দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সে আজ অন্যায় করে ব্যাহত করছে দেশের অগ্রযাত্রাকে। এসব কিছুর মূলে রয়েছে মূল্যবোধের অবক্ষয়। আর অবক্ষয়ের জন্য অশালীন ও নোংরা সংস্কৃতি অনেকাংশেই দায়ী। এ চিত্র একটি মুসলিমপ্রধান দেশের জন্য চরম লজ্জার বিষয়। এভাবে চলতে থাকলে অল্প সময়ের ব্যবধানে জাতি তার নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলবে। আগামী প্রজন্ম গড়ে উঠবে বিজাতীয় সংস্কৃতির মধ্যে। যার পরিণতি হবে ভয়াবহ।
তিনি বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক ও গতিশীল সংগঠন; কিন্তু বরাবরই ছাত্রশিবির সরকারের রোষানলের শিকার। কোন কারণ ছাড়াই আমাদের অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নির্বিচারে সাহিত্য ও প্রকাশনা সামগ্রী বেআইনি ভাবে জব্দ করা হয়েছে। কিন্তু সরকারের শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও ছাত্রশিবির তার নিয়মতান্ত্রিক সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। যার প্রমাণ যথাসময়ের অনেক আগেই আজকের এই নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রতি বছরের মত এবারও আমরা যথাসময়ের অনেক আগেই ছাত্রসমাজ ও দেশবাসীর চাহিদার আলোকে প্রকাশনা সামগ্রী তৈরি করতে সক্ষম হয়েছি। ছাত্রশিবির তার সাধ্য অনুযায়ী তথ্য, মননশীলতা, দেশী ও ইসলামী মূলবোধকে তুলে ধরে প্রতিবছরই আকর্ষণীয় প্রকাশনা জাতিকে উপহার দেয়ার চেষ্টা করে যাচ্ছে। এসব প্রকাশনা সামগ্রীতে অনেক বিষয় তুলে আনা হয়, যা ছাত্রসমাজের মেধার বিকাশ ও মনন তৈরিতে কাজ করে। একই সাথে ছাত্রসমাজকে আশান্বিত ও বিজাতীয় অশ্লীল সংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করবে বলে আমাদের বিশ্বাস। ২০১৯ সালের এই প্রকাশনা একদিকে যেমন দেশি ও ইসলামী মূল্যবোধের সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়তা করবে তেমনি এর তথ্য ভান্ডার ছাত্রসমাজের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, প্রতিবছরই নতুন বছরে জন্য আকর্ষণীয় প্রকাশনার আয়োজন করে ছাত্রশিবির। প্রকাশনার মধ্যে রয়েছে এক পাতা ও তিন পাতার ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, ছোট ও বড় ডাইরি, ইসলাম ও সচেতনতামূলক বাণী সম্বলিত ষ্টিকার ইত্যাদি।