১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক কেন্দ্রীয় সভাপতিকে কারাগারে পাঠানোয় যা বলল ছাত্রশিবির

আ ন ম শামসুল ইসলাম। ছবি - সংগৃহীত

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের জামায়াত মনোনিত প্রার্থী আ ন ম শামসুল ইসলামকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ সরকারের ফ্যাসিবাদি আচরণ দানবীয় রুপ ধারণ করেছে। নির্বাচন নিয়ে অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে জামায়াত প্রার্থীদের বাছাই করে গ্রেপ্তার করা হচ্ছে। যা সুষ্ঠ নির্বাচনের পরিপন্থি কাজ। আজ তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে যান। সবাই আশা করেছিল মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক মামলায় আদালত তাকে জামিন দিবেন। কিন্তু আদালতে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে। সম্পূর্ণ রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মামলায় কারাগারে প্রেরণের মাধ্যমে তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। বায়বীয় মামলায় তাকে কারাগারে প্রেরণে কোন যৌক্তিকতা নেই এবং এর মাধ্যমে মূলত সরকারের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। স্বৈরাচারী এ সরকার এর আগেও বিনা কারণে তার উপর জেল জুলুম ও নির্যাতন চালিয়েছে। কোন কারণ ছাড়াই একটি বৈধ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন সরকারের অপরাজনীতিরই বিকৃত রুপ। গণতান্ত্রিক আন্দোলনে ভীত সরকার একের পর নির্যাতনের ষ্টিম রোলার চালাচ্ছে। এই ভীতি থেকেই একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও কারারুদ্ধ করতে কুণ্ঠবোধ করছে না। পুলিশী নির্যাতনের মাধ্যমে সরকার অপকর্ম আড়াল করে ক্ষুন্ন ইমেজ উদ্ধারের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। ভয়াবহ পরিণতির আশঙ্কায় সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন নিপীড়ণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আ ন ম শামসুল ইসলাম শুধু সাবেক এমপি’ই নন বরং তিনি শিক্ষানুরাগি ও সমাজ সেবক। তিনি চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের গণমানুষের প্রিয় নেতা। তার উপর জুলুম জনগণ সহ্য করবে না।

নেতৃবৃন্দ বলেন, দেশ এখন সার্বিক ভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে। তার উপর এমন অগণতান্ত্রিক আচরণ সংকট আরো বৃদ্ধি করবে। সুতরাং অবিলম্বে অন্যায় জুলুম বন্ধ করতে হবে। গণতন্ত্র ধ্বংস ও একদলীয় শাসন কায়েমের মাধ্যমে অকার্যকার রাষ্ট্র বানানো অশুভ প্রক্রিয়া থেকে সরকারকে ফিরে আসতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া উন্মোক্ত করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, দেশ এখন সার্বিক ভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে। তার উপর এমন অগণতান্ত্রিক আচরণ সংকট আরো বৃদ্ধি করবে। সুতরাং অবিলম্বে অন্যায় জুলুম বন্ধ করতে হবে। গণতন্ত্র ধ্বংস ও একদলীয় শাসন কায়েমের মাধ্যমে অকার্যকার রাষ্ট্র বানানো অশুভ প্রক্রিয়া থেকে সরকারকে ফিরে আসতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া উন্মোক্ত করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত আ ন ম শামসুল ইসলামকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।


আরো সংবাদ



premium cement
ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের মালিক গ্রেফতার ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ প্রধান উপদেষ্টার সাথে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ ‘ট্রাম্পের জয় চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’ ভাঙ্গায় আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু দ্বীন বিজয়ী করতে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : সেলিম উদ্দিন সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আকস্মিক নেতিবাচক কিছু নেই : ড. ইউনূস স্বাস্থ্য খাত সংস্কারে কমিশন করেছে সরকার ঈশ্বরদীতে হত্যা মামলার আসামি যুবলীগকর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সকল