১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বদরের চেতনা ধারণ করে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে-শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বদর দিবসের আলোচনা সভায় পুরস্কার বিতরণ করছেন -

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, মাহে রমজান কোরআনের নাজিলের মাস, একই সাথে কোরআনের বিরোধীদের রুখে দেয়ার প্রত্যয়েরও মাস। বাতিল শক্তির কালো থাবা থেকে ইসলামকে রক্ষা করতে বদরের চেতনাকে ধারণ করতে হবে। একই সাথে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

তিনি রোববার রাজধানীতে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি যোবায়ের হোসেন রাজনের পরিচালনায় অনুষ্ঠানে মহানগরীর ছাত্রআন্দোলন সম্পাদক এনামুল হক,অফিস সম্পাদক আশরাফুল আলম ফেরদৌস, অর্থ সম্পাদক বোরহান উদ্দিনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, মাহে রমজান আল্লাহ তায়ালার এক বিরাট নেয়ামত। মুসলমানদের জন্য রমজান মাস যেসব কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে বদরের যুদ্ধ। এ যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধ শক্তি নয় বরং আল্লাহর উপর অবিচল আস্থা রেখে বাতিলের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ার প্রেরণা যুগায়। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এই ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বদর প্রান্তরে বাতিল পরাজিত হয়েছিল। কিন্তু সত্য মিথ্যার এই সংঘাত শেষ হয়ে যায়নি। বরং নব্য জাহিলিয়াতের রুপ ধারণ করেছে। তাই বর্তমান জুলুম নির্যাতনের সময়েও ইসলামী আন্দোনলের কর্মীরা বাতিলের মোকাবেলায় দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে সব কিছুর জন্য সবার উপরে মহান আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল করতে হবে। এই যুদ্ধ প্রমাণ করে সংখ্যা ও যুদ্ধ সরঞ্জামের কমবেশী বিজয়ের মাপকাঠি নয়, বরং আল্লাহর উপরে দৃঢ় ঈমান ও তাওয়াক্কুল হলো বিজয়ের মূল হাতিয়ার। এই যুদ্ধ আমাদের শিখিয়েছে জাগতিক সকল প্রস্ততির পরেও সাফল্যের জন্য র্নিভর করতে হবে একমাত্র মহান আল্লাহর ওপর। তবেই মহান আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়লাভ বা সফল হওয়া সম্ভব হবে। তাই নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় বদর যুদ্ধের শিক্ষাকে কাজে লাগানোর বিকল্প নাই। এক্ষেত্রে মাহে রমজানকে নিজেকে গঠনের জন্য সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

 


আরো সংবাদ



premium cement
বগুড়ায় ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হুমকি! ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক স্বৈরাচার সরকার লুটপাটের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল : উপদেষ্টা ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার : শিক্ষা উপদেষ্টা বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা : টিআইবি আমাদের লড়াই এখনো শেষ হয়নি : মোনায়েম মুন্না অন্তর্বর্তী সরকারের ঘাপলা দেখছেন রিজভী স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার জামায়াত খোদাভীরু নেতৃত্ব তৈরিতে কাজ করছে : অ্যাডভোকেট জুবায়ের

সকল