এনডিএফের ডেন্টাল কমিটি গঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692952_198.jpg)
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ডেন্টাল বিভাগের নবগঠিত কমিটির প্রথম প্রতিনিধি সম্মেলন গত ১৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সারাদেশ থেকে দুই শতাধিক ডেন্টাল সার্জন উপস্থিত ছিলেন।
এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন সম্মেলনে উপস্থিত ডেন্টাল সার্জনদের সরাসরি ভোটে নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেক্সিলোফেসিয়াল সার্জন এবং সাপ্পোরো ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আমিন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিউল্লাহ।
এতে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাস্পাতালের উপ-পরিচালক, সহকারী অধ্যাপক ডা. মো: মোস্তাফিজুর রহমান। জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক ছাত্রনেতা এবং মেন্ডি ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফুয়াদ আল হাসানাত। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরান হোসেন।
সম্মেলনে উপস্থিত ডেন্টাল সার্জনরা আশা করেন, নবগঠিত কমিটির শক্তিশালী ও দক্ষ নেতৃত্বে আরো ডেন্টাল সার্জনদের পেশাগত মানোন্নয়নে কাজ করে যাবে এবং মানুষের কল্যাণে কাজ করবে।