১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

রমজানে সহনীয় থাকবে ডিম ও মুরগির দাম

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। - ছবি : নয়া দিগন্ত

আসন্ন রমজানে ডিম ও মুরগির গোশতের দাম সহনীয় থাকবে এবং প্রাণিসম্পদ অধিদফতরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পুরো মাস সুলভমূল্যে ডিম ও মুরগি বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম (এফএলজেএফ) আয়োজিত এক সেমিনারে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি মসিউর রহমান।

ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সহযোগিতায় ‘বিল্ডিং এ রেজিলিয়েন্ট পোল্ট্রি ইন্ড্রাষ্ট্রি ইন বাংলাদেশ; ইভোলুশন, চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটেজি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে জানানো হয়, আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক পোলট্রি সেমিনার অনুষ্ঠিত হবে। আর ২০-২২ ফেব্রুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো। পোলট্রি মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট থেকে সারাদিন ফ্রি শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

সেমিনারে ওয়াপসা-বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমান বলেন, ‘অতিবৃষ্টি, খরা, রোগ-জীবানুর সংক্রমণ ও বাজার দরের অস্বাভাবিক উত্থান-পতনের কারণে ২০২৪ সাল ছিল পোল্ট্রি শিল্পের জন্য একটি দুর্যোগপূর্ণ বছর। অসংখ্য খামারি নিঃস্ব হয়েছেন। বেশ কয়েকটি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানও তাদের ব্যবসা সংকুচিত করতে বাধ্য হয়েছেন। ২০৫০ সালকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশীয় পোল্ট্রি শিল্প। স্বল্পতম সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, খামার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ঘটাতে হবে এবং গবেষণা কাজে ব্যয় বৃদ্ধি করতে হবে। এজন্য সরকারকে পোলট্রি শিল্পের প্রতি বিশেষ নজর দিতে হবে। পোলট্রি বিজ্ঞান সম্পর্কে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমাদের এবারের মেলার আয়োজনের লক্ষ্যই হচ্ছে সেই সক্ষমতা অর্জনে বাংলাদেশ ও দেশের খামারিদের সাহায্য করা।’

সেমিনারের মূল প্রবন্ধে ওয়াপসা-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রামাণিক বলেন, ‘২০২০ সালের পর ফিডের উৎপাদন বেশ খানিকটা হ্রাস পেয়েছিল। গত বছর উৎপাদন কিছুটা বেড়েছে। আশাকরা যায় চলতি বছরে আরো বাড়বে অর্থাৎ ডিম-মুরগির উৎপাদনও বাড়বে।

তিনি বলেন, ‘যেকোনো কিছু খেলেই হবে না, খাদ্যকে অবশ্যই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হতে হবে। যেহেতু, আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যম আয়ের, এ কারণে ডিম কিংবা মুরগির গোশত কীভাবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যায়, এ লক্ষ্যে অবিরাম কাজ করছে ওয়াপসা বাংলাদেশ শাখা।’

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে খামারিদের লোকসান হলেও তা জোর গলায় বলার মতো পরিস্থিতি ছিল না। সে সময় যারাই পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সামনে এসেছিলেন তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা হয়েছে। এখনো অনেকগুলো মামলা নিষ্পত্তি হয়নি। এরকম পরিস্থিতি আমরা আর দেখতে চাই না।’

তিনি বলেন, ‘সরকার ডিমের খুচরা মূল্য ১১.৮৭ টাকা নির্ধারণ করেছেন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ১০ টাকায়। সামনের রমজানে দাম আরো কমার আশঙ্কা রয়েছে। এ লোকসান সামাল দেয়া তৃণমূল খামারিদের পক্ষে সম্ভব নয়। তাই তাদের সাহায্যার্থে সরকারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।’

ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘খামারি ও উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে হবে, পোল্ট্রি শিল্পকে টেকসই ও মজবুত ভিতের উপর দাঁড় করাতে হবে।’

এফএলজেএফ সভাপতি মুন্না রায়হানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন ও এফএলজেএফ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।


আরো সংবাদ



premium cement
চবি শিক্ষককে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারকে উদ্ধার, দায়িত্ব হস্তান্তর চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ দুষ্কৃতিকারী আটক ইসলামী শাসন ব্যবস্থাই জাতিগঠনের একমাত্র পথ : প্রফেসর আসাদুল্লাহ ‘প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তার অপপ্রচার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে’ খালেদা জিয়া রোজার ঈদের পরে দেশে ফিরতে পারেন ‘বিশেষ কম্বিং অপারেশন’-এ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন ‘অপারেশন ডেভিল হান্ট’ বিএনপি আ’লীগ থেকে কতটা আলাদা ৩ হাজার কোটি টাকার ‘সুকুক’ বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক শবেবরাত উদযাপন : প্রসঙ্গ কথা

সকল