ঢাকাস্থ ভোলা ফোরামের কমিটি গঠন
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহকে সভাপতি এবং মুহা. নিজামুল হক নাঈমকে সেক্রেটারি করে রাজধানী ঢাকায় বসবাসরত দ্বীপ জেলা ভোলার সামাজিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ ভোলা ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক মিলনায়তনে ফোরামের কার্যকরী সদস্যদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি মেম্বার এবং সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, প্রফেসর ড. মো: শামসুল আলম, মো: শফিকুর রহমান এবং মাস্টার মো: জাকির হোসাইন।
সভায় ২০২৫-২০২৬ কার্যকালের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো: পারভেজ হোসেন, প্রফেসর ড. মো: ওয়ালি উল্লাহ, ডা. মো: সলিমুল্লাহ, মাও. মো. মোশাররফ হোসেন এবং আব্দুল করিম শাহীন।
সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো: মহিব্বুল্লাহ ও কাজী মো: শাহে আলম। এছাড়া, অর্থ সম্পাদক পদে মো: মহিব্বুল্লাহ, অফিস সম্পাদক মো: আলমগীর হোসেন সোহাগ, শিক্ষা সম্পাদক- ড. মাওলানা কামরুল হাসান শাহীন, প্রচার সম্পাদক মো: শামসুদ্দিন, পর্যটন বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম, ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাও. মো: শাহিদুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো: কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মো: আবু জাফর, শ্রম বিষয়ক সম্পাদক মো: কামাল উদ্দিন রায়হান, ছাত্র বিষয়ক সম্পাদক মো: হেলাল উদ্দিন রুবেল, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসাইন, মিডিয়া সম্পাদক মো: আব্বাস আলী খান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।