বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে ফুলকুঁড়ি আসরের শোক প্রকাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন। মৃত্যকালে উনার বয়স হয়েছিল ৯২ বছর।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোশটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
সারাদেশের শিশুকিশোরদের অভিভাবক, শিশুপ্রিয় ব্যাক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ তার কর্মজীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের বিচার বিভাগে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি তার কর্মজীবনে বিচার ব্যবস্থার স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য যুগান্তকারী রায় প্রদান করেছেন, যা বাংলাদেশের আইন ও সংবিধানের বিকাশে দিকনির্দেশনা দিয়েছে। তিনি ছিলেন একজন গবেষক ও লেখকও, যিনি আইন, সংবিধান ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তার লেখনী ও চিন্তাভাবনা বিচার ব্যবস্থার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।
তিনি ২০০৩ সাল থেকে অদ্যাবধি প্রায় দুই যুগ ধরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। শিশুদের মেধা, মনন বিকাশে ও নৈতিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তার অবদান অপরিসীম। এছাড়াও তিনি বহু জাতীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু নিরলস কাজ করে গেছেন। অভিভাবকতুল্য এ মহান ব্যাক্তির মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তার বড় ছেলে, সুপ্রীম কোর্টের অতিরিক্ত এটর্নী জেনারেল এডভোকেট আরশাদুর রউফ মরহুম পিতার জন্য পরিবারের সকলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তাঁর মৃত্যুতে দেশের শিশুকিশোররা তাদের প্রিয় অভিভাভককে হারালো, জাতি হারালো একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান আইনবিদকে। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের প্রথম জানাযা আজ বাদ আসর গুলশান গাউসুল আযম মসজিদ, বক্ষব্যাধি হসপিটালের বিপরীত পাশে অনুষ্ঠিন হবে। মরহুমের দ্বিতীয় জানাযা আগামীকাল বাদ যোহর, জাতীয় ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জানাযা আগামীকাল বাদ মাগরিব, নিজ গ্রাম দাপুনিয়া, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা