বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে : ড. হেলাল উদ্দিন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনে নেই। একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।
শুক্রবার রাজশাহী চিড়িয়াখানায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, বগুড়া বারের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়। বগুড়া বারের ২০০ আইনজীবী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে মিলিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এ কথা বলেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট খন্দকার রেজাউল করিম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি ও সরকারী আঃহঃ কলেজের সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
আরো উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। কাউন্সিলের বগুড়া ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, ল’ইয়ার্স কাউন্সিল নেতা অ্যাডভোকেট সাখাওয়াত মল্লিক, কাউন্সিলের নওগাঁ ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম, কাউন্সিলের নেতা অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, অ্যাডভোকেট জুলফিকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, এর পূর্বে দীর্ঘ ১৫ বছর একটি ফ্যাসীবাদী দলের নির্যাতন ও নিষ্পেষণ -এর স্বীকার সমগ্র জনগণ। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পাশের দেশে প্রধানমন্ত্রী তার পরিবার ও কেন্দ্রীয় নেতারা পালিয়ে গেলেও বেশিভাগ নেতারা দেশে গা-ঢাকা দিয়েছেন। দেশে কোনো রাজনৈতিক সরকার না থাকায় বর্তমানে আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব। যে কাজগুলো করা সম্ভব হচ্ছে না, বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা ও সদিচ্ছার ফলে ইনশাআল্লাহ সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করে মাজদা'র হোসেন মামলায় বিচার বিভাগ পৃথককরণ করতে যে সিদ্ধান্ত ছিল তা বাস্তবায়ন সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারেরকে বৈষম্যমুক্ত ও সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠায় ল'ইয়ার্স কাউন্সিলের সকল আইনজীবী সরকারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করলে বিপ্লব ব্যর্থ হবে। বিপ্লবের সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন বগুড়া বারের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।