০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর ও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পাওয়ার পেছনে ‘অর্থ অপচয়’ হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনার বিদেশ ভ্রমণ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পেছনে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে দুদক।

হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিশন এসব বিষয় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের নথিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায়। নিয়ে যেতেন ‘সফরসঙ্গীদের বিশাল বহর’।

ক্ষমতায় থাকাকালে গত ১৬ বছর জাতিসঙ্ঘের প্রায় প্রতিটি সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। প্রতিবারই নিউইয়র্ক ‘বিশাল বহর’ নিয়ে যেতেন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement