এস কে সুরের লকারে ছিল কেজির বেশি স্বর্ণ, বান্ডিল বান্ডিল ডলার-ইউরো
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:৫৮
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিনটি লকারে মিলল সোনার চামচ, বোতাম, স্বর্ণালংকার, বান্ডিল বান্ডিল মার্কিন ডলার ও ইউরো।
রোববার বাংলাদেশ ব্যাংকে ভল্টের লকারে তল্লাশি চালিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব জব্দ করে।
দুদকের তথ্য অনুযায়ী, তল্লাশি চালিয়ে এস কে সুরের রাখা ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি (প্রায় ৮৬ ভরি) সোনার অলংকার জব্দ করা হয়।
টানা কয়েক ঘণ্টার অভিযান শেষে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিতি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সালেহা নুর। তল্লাশি শেষে অভিযান সমাপ্ত করা হয় রাত ৯টা ২০ মিনিটে।
সায়েমুজ্জমান বলেন, আমরা যা পেয়েছি তার ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। সোমবার আদলতে উপস্থাপন করবো। যে সম্পদ পাওয়া গেছে তা কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। আদালত পরবর্তীতে যে ধরনের নির্দেশ দিবেন সেভাবে কাজ করবো। এছাড়া পরবর্তীতে বিচার-বিশ্লেষণ করে দেখা হবে এসব বৈধ আয়ের অন্তর্ভুক্ত কিনা।
জানা গেছে, জব্দ স্বর্ণালংকারের মধ্যে রয়েছে- ২৩টি সোনার চেইন যার ওজন ১৭৬.৩ গ্রাম, দুইটি টিকলি ২০০৭ গ্রাম, কানের দুল ১২টা ৮৯২ গ্রাম, লকেট ৩টা এক দশমিক ৩ গ্রাম, ছয়টি চুড়ি ১০৭ গ্রাম, দুটি সিতাহার ১২০.৯ গ্রাম, তিনটি আংটি ১৮.৩ গ্রাম, সোনার কয়েন তিনটি ওজন ২৩৯ গ্রাম, সোনার চামচ একটি ওজন ৬ গ্রাম, ১০০ নোলক ৮ গ্রাম, ব্রেসলেট ১৬ গ্রাম গলার হার তিনটি যার ওজন ৫৭.৩ গ্রাম, মুকুট একটি ওজন ১৫৪ গ্রাম। আরেক লকারে চূড় ২টি ৩২.৯ গ্রাম, চুরি-২টি ২১ গ্রাম, সিতাহার একটি পিস ১১ গ্রাম, মুকুট ২পিস ২১.৭ গ্রাম, লকেট ২পিস ২৬৮ গ্রাম, টিকলি একটি ৬৯ গ্রাম, গলার চেইন ৩টি ওজন ৩৯.৩ গ্রাম, গলার হার ২টি ৩২.৫ গ্রাম, কানের দুল ৮টি ৫৮.৮ গ্রাম ও শার্টের বোতাম (স্বর্ণ) ৪টি ৬২ গ্রাম।
এর আগে গত ২২ জানুয়ারি এস কে সুরের পরিবারের লকার জব্দের আদেশ দেন আদালত। পাশাপাশি তার বাসা থেকে উদ্ধার করা ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখা ও তার ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করারও আদেশ দেন আদালত।
গত ১৪ জানুয়ারি দুদক-এর একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।