হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক শাহিনুল আলম, মহাসচিব গোলাম আযম
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ২১:০৭
হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশ’র নতুন সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। আর মহাসচিব নির্বাচিত হয়েছে বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো: গোলাম আযম।
রোববার (২৬ জানুয়ারি) সোসাইটির বার্ষিক সম্মেলনে এ নতুন কমিটি গঠন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক ডা: মো: শাহীনুল আলম ও ডা: মো: গোলাম আযমের নেতৃত্বাধীন নতুন কমিটির সবাই সর্বসম্মতিতে নির্বাচিত হন।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা: মো: গোলাম মোস্তফা এবং কোষাধ্যক্ষ ডা: মো: মাহবুবুল আলম। নতুন কমিটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো: সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা: মো: কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক ডা: এস কে এম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ডা: তানভীর আহমেদ।