২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

স্ত্রীসহ সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হকের বিরূদ্ধে দুদকের মামলা

সাবেক ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান - ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ফরিদুল হক খানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এছাড়া নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৬৬১ টাকা জমা ও ২৬ কোটি ১ লাখ ৪০ হাজার ৭০২ টাকা উত্তোলনের মাধ্যমে ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ 'দুর্নীতি ও ঘুষ' সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ -এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ -এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ -এর ৪(২) ও ৪(৩) ধারায় কমিশন একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

এদিকে মো: ফরিদুল হক খানের স্ত্রী আফরোজা হক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকা সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এক্ষেত্রে তিনি তার স্বামী মো: ফরিদুল হক খান কর্তৃক অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা ১ কোটি ২ লাখ টাকার উপরে সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় আফরোজা হক ও তার স্বামী মো: ফরিদুল হক খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ -এর ২৭(১) ধারাসহ পেনাল কোডের ১০৯ ধারায় পৃথক ১টি মামলাসহ কমিশন কর্তৃক মোট ২টি মামলা দায়েরের অনুমোদন প্রদান করা হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার

সকল