০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে ওই ওসিকে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিনের শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলা এবং চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারার ঘটনায় বাংলাদেশ পুলিশ বাহিনীর মনে গভীর সমবেদনা তৈরি হয়েছে। একজন পুলিশ অফিসারকে এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করে ফেসবুকে ছড়িয়ে দেয়া দণ্ডনীয় এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য।’

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ‘আমরা সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে যে কোনো অসন্তোষ বা অভিযোগের ক্ষেত্রে আইনানুগ পদ্ধতি অনুসরণ করুন। এ ধরনের ঘটনা সরকারি কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা নষ্ট করে এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।’

সংগঠনটি মারধরের ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


আরো সংবাদ



premium cement