‘দাবি আদায়ে হজ অ্যাজেন্সি মালিকদের ঐক্যবদ্ধ হতে হবে’
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ জানুয়ারি ২০২৫, ২২:২৮
হজ অ্যাজেন্সি মালিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তিনি বলেন, অ্যাজেন্সি প্রতি এক হাজার কোটা সম্পূর্ণ অযৌক্তিক। এটি বহাল থাকলে আগামী হজে ব্যাপক বিশৃংখলা দেখা দেবে। দেশের হজ যাত্রীরা ঠিকমত সেবা পাবেন না। এজন্য সরকারকে এখনই কোটা কমিয়ে আড়াই শ’ করার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে সৌদি সরকারের সাথে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘হজ ২০২৫ কোটা সঙ্কট উত্তরণে করণীয় নির্ধারণ ও দাবি আদায়ের লক্ষ্যে’ এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক। প্রধান বক্তা ছিলেন আটাব সভাপতি আব্দুল সালাম আরেফ।
আরো বক্তৃতা করেন হাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান ভুইয়া হাসান, সাবেক মহাসচিব লায়ন রশীদ শাহ সম্রাট, সাবেক সহ-সভাপতি এ এস এম ইব্রাহিম ও তাজুল ইসলাম, বৈষম্যবিরোধী হজ অ্যাজেন্সির মালিকদের সংগঠনের আহ্বায়ক মো: আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলি, রুহুল আমির মিন্টু, আকবর হোসেন মঞ্জু, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল ইমন, নুরুল আলম শাহীন, মাওলানা মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ ভুঁইয়া মানিক, নাজিম উদ্দিন প্রমুখ।
এ সভায় বক্তারা বলেন, ‘রুট টু মক্কা বাতিল করতে হবে। তাহলে সর্বনিম্ন কোটা ১০০-তে নামিয়ে আনা সম্ভব হবে।’