শওকত ওসমান ছিলেন বৈষম্যবিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা
- ০২ জানুয়ারি ২০২৫, ২১:৩৩, আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ২২:০০
কথাশিল্পী শওকত ওসমান ছিলেন অসাম্প্রদায়িক ও যুক্তিবাদী এক মানুষ। তাঁর লেখার মধ্যে ছিল আধুনিকতা ও শোষিত মানুষের মুক্তির কথা। তাঁর লেখা থেকে উদ্বুদ্ধ হওয়ার সময় এসেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে এক আলোচনায সভায় বক্তারা এ কথা বলেন। কথাশিল্পী শওকত ওসমানের ১০৮তম জন্মদিন উপলক্ষে শওকত ওসমান স্মৃতি পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। ২ জানুয়ারি ছিল শওকত ওসমানের ১০৮ জন্মশতবার্ষিকী। শুরুতেই কথাশিল্পী শওকত ওসমানের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর আলোচনা শুরু হয়।
আলোচনায় সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক বলেন, চল্লিশের দশকে যে কয়েকজন তরুণ লেখক কথা ও কবিতায় আধুনিকতা এনেছিলেন, তার মধ্যে একজন ছিলেন শওকত ওসমান। তাঁর লেখালেখিতে ইতিহাস-সচেতনতা ও বাস্তবতার তীক্ষ্ণ ক্ষমতা উপস্থিত ছিল।
পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকী বলেন,শওকত ওসমান সত্যিকারের বিপ্লবী আর বিদ্রোহী লেখক ছিলেন। কলকাতায় ১৯২৯ সাল থেকে তিনি ফ্যাসিস্ট বিরোধী সাহিত্যিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বৈষম্যের বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াই করেছেন একজন লেখক হিসেবে। শুধু ঘরে বসেই তিনি তা করেননি প্রয়োজনে তিনি সভা সেমিনারে বক্তৃতা করেও তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
রম্য লেখায় তাঁর অনবদ্য অবদান ছিল। ডক্টর দিপু সিদ্দিকী এই মহান কথা সাহিত্যিকের পূর্ণাঙ্গ রচনাবলী বাংলা একাডেমী থেকে প্রকাশ করার জন্য বর্তমান সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং বর্তমান সরকারের কাছে ঢাকায় যে কোন একটি প্রধান সড়কে তার নামে নামকরণ করার দাবি জানান।
কথাশিল্পী শওকত ওসমানীর কনিষ্ঠ পুত্র স্মৃতিচারণ করেন। পিতার প্রবাদতুল্য সততা, প্রজ্ঞা অনুসরণ করে শিরদাঁড়া উঁচু করে দাঁড়াবার শক্তি নিয়ে চলার সাহস নতুন প্রজন্মে সঞ্চারিত করার দায়িত্ব সরকারেরই বলে তিনি মন্তব্য করেন।
কথা সাহিত্যিক সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী শওকত ওসমানের জীবন দর্শন আলোচনা করতে গিয়ে বলেন, শওকত ওসমান কারো মুখাপেক্ষী হয়ে থাকতেন না তিনি শিরদাঁড়া উঁচু করে চলতেন সাহস এবং শক্তি নিয়ে প্রকৃত সত্য তথ্য শুধু সাহিত্যে নয় প্রতিদিনের কলামের মাধ্যমে জনসাধারণের মাধ্যমে কাছে উপস্থাপন করতেন। তিনি ছিলেন একজন সব্যসাচী লেখক।
সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমদ বলেন, শওকত ওসমানের কথা ও লেখায় শোষিত মানুষের মুক্তির কথা প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী এবং ব্যাংক কর্মকর্তা মেরিন নাজনীন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা